স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সেনাবাহিনীর উদ্যোগ: সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত আলীকদম জোন অধিনায়ক
![]()
নিউজ ডেস্ক
দুর্গম পাহাড়ি জনপদ বান্দরবানের আলীকদমে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগ আবারও সাধারণ মানুষের হৃদয়ে নতুন করে আশার সঞ্চার করেছে। আজ বুধবার দুপুরে পূর্ব ঘোষণা ছাড়াই আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক।
তাঁর এই পরিদর্শন শুধু দায়িত্বশীলতার নজিরই নয় বরং মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবেও স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
হাসপাতালে পৌঁছেই জোন অধিনায়ক বহির্বিভাগ, ইনডোর ওয়ার্ড, জরুরি বিভাগ, ল্যাবরেটরি, ওষুধ সরবরাহ ইউনিটসহ প্রতিটি ইউনিট ঘুরে দেখেন। চিকিৎসক-স্টাফদের উপস্থিতি, ওষুধের জোগান, রোগীসেবার মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা—সবকিছু তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের চিকিৎসা অভিজ্ঞতা জানেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। রোগীদের অনেকেই জানান, সীমাবদ্ধতা থাকলেও চিকিৎসকদের আন্তরিকতা তাদের সবচেয়ে বড় ভরসা।
পরিদর্শনের আবেগঘন একটি মুহূর্ত সৃষ্টি হয় যখন ৭০ বছর বয়সী বৃদ্ধা আরতি চাকমা জোন অধিনায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “আমার মতো সাধারণ মানুষকে দেখতে আসবেন—কখনো ভাবিনি। সেনাবাহিনীর প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ।”

এ সময় হাসপাতালে ভর্তি ১৬ জন রোগীর হাতে ফলের ঝুড়ি তুলে দেন জোন অধিনায়ক। সেনাবাহিনীর এ উদ্যোগে রোগীরা আবেগে আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিকিৎসকদের সঙ্গে বৈঠকে জোন অধিনায়ক সীমাবদ্ধতার মধ্যেও সেবায় নিবেদিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। স্থানীয় জনগণকে স্বাবলম্বী করার অংশ হিসেবে পাহাড়ি অঞ্চলে ছোট আকারে ওষুধের দোকান চালুর বিষয়ে আলোচনা করেন তিনি। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সহায়তার আশ্বাস দেন।
দুর্গম পাহাড়, খাড়া ঢাল, বন আর যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আলীকদমে ন্যূনতম স্বাস্থ্যসেবা পাওয়াটাই অনেক সময় জীবন-মৃত্যুর সমান। অনেক পরিবার ঘন্টার পর ঘন্টা হাঁটতে হাঁটতে বা খাটিয়ায় রোগী বহন করে হাসপাতালে পৌঁছায়। এমন বাস্তবতায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই স্থানীয় মানুষের একমাত্র ভরসা। তাই সেনাবাহিনীর এ ধরনের প্রত্যক্ষ তদারকি সাধারণ মানুষের মধ্যে নতুন আস্থা ও আশার সঞ্চার করেছে।
জোন অধিনায়ক বলেন, “আলীকদমের মানুষ প্রতিদিন কঠিন সংগ্রামের মধ্যে বাস করেন। স্বাস্থ্যসেবা তাদের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।”
পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনজুর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ হাসান, থানার ওসি মির্জা জহির উদ্দিনসহ জোনের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, পাহাড়ি জনপদে মানুষের জীবনের সঙ্গে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা সরাসরি সম্পর্কিত। সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রম স্থানীয়দের জন্য বড় আশার আলো হয়ে উঠেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।