মিজোরাম–মণিপুরের বিনি মেনাশে সম্প্রদায়ের ৬০০ সদস্যের ইসরায়েলে অভিবাসনের প্রস্তুতি
![]()
নিউজ ডেস্ক
ভারতের মিজোরাম ও মণিপুরে বসবাসকারী বিনি মেনাশে সম্প্রদায়ের প্রায় ৩০০ সদস্য আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েলে অভিবাসনের প্রস্তুতি নিচ্ছেন। মিজোরামের সম্প্রদায়নেতা জেরেমিয়া এল. হ্নামতে বিষয়টি নিশ্চিত করেছেন।
হ্নামতে জানান, তাদের পরিবারের সদস্যরাও এই দলে থাকবেন এবং ইসরায়েলে আগেই থাকা সন্তানদের সঙ্গে পুনর্মিলিত হবেন। একই সময়ে মণিপুর থেকেও সমান সংখ্যক মানুষ অভিবাসন অভিযানে যোগ দেবেন।
এই অভিবাসন ইসরায়েলের ‘আলিয়া’ বা ‘রিটার্ন টু জায়ন’ কর্মসূচির আওতায় হচ্ছে, যার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে প্রায় ৬,০০০ বিনি মেনাশেকে ইসরায়েলে পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে।
সরকারিভাবে অনুমোদিত এই কর্মসূচির আওতায় অভিবাসীদের জন্য ইসরায়েল সরকার ভাষা শিক্ষা, কর্মসংস্থান পরামর্শ, আবাসন সুবিধা এবং আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে।
ইসরায়েলের প্রধান রাব্বিনেট সম্প্রদায়টিকে স্বীকৃতি দেওয়ার পর গত কয়েক দশকে হাজারো বিনি মেনাশে ইসরায়েলে পাড়ি জমিয়েছেন। ২০২৩ সালের শেষ নাগাদ প্রায় ৫ হাজার সদস্য সেখানে বসতি স্থাপন করেন।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিবাসনকে কৌশলগত পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি ইসরায়েলের উত্তরাঞ্চলকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বিনি মেনাশে সম্প্রদায় নিজেদেরকে বাইবেলে উল্লেখিত মেনাশে গোত্রের বংশধর হিসেবে পরিচয় দিয়ে থাকে। তাদের এই অভিভাবন প্রক্রিয়া ফিলিস্তিনে নতুন করে সংঘাত উসকে দিবে বলে ধারনা করলেন বিশ্লেষকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।