আসাম রাইফেলস–ডিআরআই এর যৌথ অভিযানে ৭ কোটির বেশি মূল্যের বিদেশি সিগারেট জব্দ

আসাম রাইফেলস–ডিআরআই এর যৌথ অভিযানে ৭ কোটির বেশি মূল্যের বিদেশি সিগারেট জব্দ

আসাম রাইফেলস–ডিআরআই এর যৌথ অভিযানে ৭ কোটির বেশি মূল্যের বিদেশি সিগারেট জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সীমান্তপথে চোরাচালান দমন অভিযানের অংশ হিসেবে আসাম রাইফেলস ও রাজস্ব গোয়েন্দা দপ্তর (ডিআরআই) যৌথভাবে পরিচালিত দুইটি অভিযানে ৭ কোটি টাকারও বেশি মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে। ২১ ও ২৩ নভেম্বর পরপর দুই দিন আসাম ও মিজোরামে এই অভিযানগুলো পরিচালিত হয়।

প্রথম অভিযান: আসামের করিমগঞ্জে ৩.৫ কোটি টাকার সিগারেট জব্দ

২১ নভেম্বর আসামের করিমগঞ্জ জেলায় গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে একটি বোলেরো পিকআপ আটক করে যৌথ দল। তল্লাশিতে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেটভর্তি ১৬৫ কার্টন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। ঘটনাস্থলেই দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন— লালরিনসাঙ্গা (৩৫), বাসিন্দা মামিত, মিজোরাম x লাললুঙাওইয়া (২৯), বাসিন্দা রেংদিল, মামিত, মিজোরাম।

দ্বিতীয় অভিযান: মিজোরামের মামিতে আরও ৪ কোটি টাকার সিগারেট উদ্ধার

২৩ নভেম্বর মিজোরামের মামিত জেলার কানহনুম এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ১৯৭ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এগুলো দাবি করার মতো কেউ না থাকায় পুলিশ সেগুলোকে চোরাচালান চক্রের অংশ হিসেবে জব্দ করে। উদ্ধারকৃত কার্টনের বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা।

দুই অভিযানে উদ্ধার হওয়া সব মালামাল এবং আসামে আটক দুইজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কাস্টমস বিভাগে হস্তান্তর করা হয়েছে।

আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়, এই অভিযানের সফলতা উত্তর-পূর্বাঞ্চলে চোরাচালান প্রতিরোধে তাদের অটল প্রতিশ্রুতিরই প্রমাণ, এবং সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে আন্তঃসংস্থাপন সমন্বয় আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে বিদেশি সিগারেট, মাদকদ্রব্য ও স্বর্ণের চোরাচালান বৃদ্ধি পাওয়ায় উত্তর-পূর্বাঞ্চলে নিয়মিত যৌথ অভিযান চালাচ্ছে ভারতীয় সংস্থাগুলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *