মণিপুরের মিয়ানমার সীমান্ত পোস্টে সশস্ত্র হামলা, আসাম রাইফেলসের চার সদস্য আহত
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুরের তেংনৌপাল জেলায় ভারত–মিয়ানমার সীমান্তের নিকটবর্তী এলাকায় সশস্ত্র জঙ্গিদের হামলায় আসাম রাইফেলসের চার সদস্য আহত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে ৪টা ৩০ মিনিটের দিকে সীমান্ত পিলার–৮৭–এর কাছে এ হামলার ঘটনা ঘটে।
নিরাপত্তা সূত্র জানায়, সাইবল গ্রামের নিকটবর্তী সীমান্ত চৌকিতে জঙ্গিরা বোমা ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ৩য় ব্যাটালিয়নের চারজন সদস্য আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হামলার পরপরই এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসাম রাইফেলস ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত–মিয়ানমার সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।