মণিপুরের মিয়ানমার সীমান্ত পোস্টে সশস্ত্র হামলা, আসাম রাইফেলসের চার সদস্য আহত

মণিপুরের মিয়ানমার সীমান্ত পোস্টে সশস্ত্র হামলা, আসাম রাইফেলসের চার সদস্য আহত

মণিপুরের মিয়ানমার সীমান্ত পোস্টে সশস্ত্র হামলা, আসাম রাইফেলসের চার সদস্য আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুরের তেংনৌপাল জেলায় ভারত–মিয়ানমার সীমান্তের নিকটবর্তী এলাকায় সশস্ত্র জঙ্গিদের হামলায় আসাম রাইফেলসের চার সদস্য আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে ৪টা ৩০ মিনিটের দিকে সীমান্ত পিলার–৮৭–এর কাছে এ হামলার ঘটনা ঘটে।

নিরাপত্তা সূত্র জানায়, সাইবল গ্রামের নিকটবর্তী সীমান্ত চৌকিতে জঙ্গিরা বোমা ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ৩য় ব্যাটালিয়নের চারজন সদস্য আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হামলার পরপরই এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসাম রাইফেলস ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত–মিয়ানমার সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *