বাংলাদেশ বিষয়ে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে: ভারতীয় নৌবাহিনী প্রধান

বাংলাদেশ বিষয়ে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে: ভারতীয় নৌবাহিনী প্রধান

বাংলাদেশ বিষয়ে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে: ভারতীয় নৌবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি বলেছেন, তিনি বাংলাদেশকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবতে চান না। বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধী মনোভাব চলছে এমন ইঙ্গিত করে ত্রিপাঠি বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। এরপর হয়ত বাংলাদেশের এ অবস্থানের পরিবর্তন হবে।

গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এরপর ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সাধারণ মানুষও ভারতের ওপর ক্ষুব্ধ।

আজ রোববার (৩০ নভেম্বর) পুনেতে দেশটির ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ১৪৯তম কোর্সের পাসিং আউট প্যারেডে ত্রিপাঠি বলেন, “আমি বাংলাদেশকে এখনো বন্ধু ছাড়া অন্য কিছু বলা থেকে বিরত থাকব। কারণ এটি একটি অস্থায়ী এবং ক্ষণস্থায়ী পরিস্থিতি হতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশে নির্বাচন হতে হবে। এরপর অন্যকিছু হলেও হতে পারে।”

এছাড়া নৌবাহিনীর প্রধান হওয়ার পর প্রথম সফরে বাংলাদেশে এসছিলেন বলে জানিয়েছেন ত্রিপাঠি। তিনি বলেছেন, “নৌ প্রধান হয়ে প্রথমে আমার যাওয়ার কথা ছিল বড় কোনো শহরে। কিন্তু আমি বলেছি, ‘আমার অবশ্যই প্রথমে বাংলাদেশে যেতে হবে’। অসাধারণ উষ্ণতা, অসাধারণ অভ্যর্থনা আমি পেয়েছি। বাংলাদেশ নিয়ে ভারত যা করেছে তা অসাধারণ নস্টালজিয়া। আমি চির আশাবাদী। আমি আশা করি যতক্ষণ বাংলাদেশ বিষয়টা থাকবে ততক্ষণ পরিস্থিতি পরিবর্তন হবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *