বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত
![]()
নিউজ ডেস্ক
বঙ্গোপসাগরে সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ‘বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫’ গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র, আইন, বিচার ও সংসদ বিষয়ক, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টারা বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে মহড়ার শেষ দিনের কার্যক্রম প্রত্যক্ষ করেন।
এসময় নৌবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও বেসামরিক উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টানা পাঁচ দিনব্যাপী আয়োজিত এই মহড়ায় নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোলক্রাফ্ট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ অংশ নেয়। সমুদ্রে পরিচালিত এ মহড়ায় যুক্ত ছিল নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত অপারেশন ফোর্স। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনী, কোস্টগার্ড এবং সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাগুলোও বিভিন্ন ধাপে সরাসরি বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে।
মহড়ার বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হয় নৌবহরের যুদ্ধকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় টহল ও পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন, উপকূলীয় নৌ স্থাপনার প্রতিরক্ষা মহড়াসহ নানাবিধ কার্যক্রম। চূড়ান্ত দিনের মহড়ায় ছিল সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লাঞ্চড সারফেস-টু-এয়ার মিসাইল ফায়ারিং, অ্যান্টি-এয়ার র্যাপিড ওপেন ফায়ার, রকেট ডেপথ চার্জ ফায়ারিং, ইউএভি অপারেশন এবং নৌ কমান্ডোদের হেলিকপ্টার ভিজিট বোর্ড সার্চ অ্যান্ড সিজার (HVBSS) মহড়া। এসব অনুশীলনের মাধ্যমে সমুদ্রযুদ্ধে সমন্বিত সক্ষমতা, নির্ভুলতা ও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা প্রদর্শন করে নৌবাহিনী।

নৌবাহিনী জানিয়েছে, মহড়ার মূল লক্ষ্য ছিল সমুদ্রসীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের নিরাপত্তা, নৌপথে আইনশৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান ও জলদস্যুতা প্রতিরোধ, উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র এলাকায় কার্যকর প্রহরা নিশ্চিত করা। মহড়া সমাপ্তির পর আগত অতিথিরা অংশগ্রহণকারী সকল কর্মকর্তা ও নাবিকদের অভিনন্দন জানান এবং তাদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও কৌশলগত সক্ষমতার প্রশংসা করেন। পাশাপাশি দেশের সমুদ্রসীমা রক্ষা ও নীল অর্থনীতিকে এগিয়ে নিতে নৌবাহিনীর সক্রিয় ভূমিকারও প্রশংসা করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া দেশের সামুদ্রিক নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করতে নিয়মিতভাবে আয়োজিত হয়ে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।