মিয়ানমারে ব্যস্ত চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারে বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট। স্থানীয় এক কর্মকর্তা, এক উদ্ধারকর্মী এবং দুই বাসিন্দার সঙ্গে কথা বলে বিমান হামলায় হতাহতের বিষয়ে নিশ্চিত হয়েছে এএফপি।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়, যা এখনো চলমান। সামরিক বাহিনী ও বিভিন্ন বিরোধী সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে প্রায়শই বিমান হামলার ঘটনা ঘটে, বেশিরভাগ ক্ষেত্রেই এসব হামলায় বেসামরিক নাগরিকরা হতাহত হয়।
স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, শুক্রবার সন্ধ্যায় সাগাইং অঞ্চলের তাবায়িন টাউনশিপে দুটি বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বোমা এক ব্যস্ত চায়ের দোকানে আঘাত হানে। তিনি বলেন, হামলায় ১৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
তিনি আরও বলেন, ‘চায়ের দোকানটিতে ভিড় থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে।’ নিরাপত্তাজনিত কারণে তথ্য প্রদানকারীরা সবাই নাম প্রকাশ না করার অনুরোধ করেন।
এক উদ্ধারকর্মী জানান, হামলার ১৫ মিনিট পর তিনি ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই নিহত হন এবং বাকিরা হাসপাতালে নিয়ে যাওয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বলেন, বিমান হামলায় চায়ের দোকান এবং আশপাশের অন্তত এক ডজন বাড়িঘর ‘সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে’।
এদিকে শনিবার থেকে মিয়ানমারের নির্বাচনে বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত মিয়ানমার দূতাবাসে কিছু ভোটারকে ভোট দিতে দেখা গেছে।
গৃহযুদ্ধে টালমাটাল মিয়ানমারের জান্তা জাতীয় নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে ক্ষমতাকে সুসংহত করতে চাইছে। চলতি মাসের শেষের দিকে কয়েক ধাপে এ নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।