বাঘাইছড়ির নিউথাংনাক পাড়ায় সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির জনসচেতনতামূলক সভা
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালান প্রতিরোধে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী গ্রাম নিউথাংনাক পাড়ায় স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে জনসচেতনতা সভা করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
আজ মঙ্গলবার সকাল ১১টায় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন নিউথাংনাক বিওপি কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলাম।
সভায় সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অস্ত্র–মাদক চোরাচালান রোধ এবং নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে স্থানীয়দের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন বিজিবির কর্মকর্তা। চোরাচালান রোধে বিজিবির পাশাপাশি গ্রামবাসীরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
প্রসঙ্গত, দুর্গম সীমান্তবর্তী এলাকায় সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততার মাধ্যমে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের সভা সাম্প্রতিক সময়ে আরও জোরদার করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।