পানছড়ির সীমান্ত জনপদে শীতের কষ্ট লাঘবে বিজিবির মানবিক হাত, পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরণ

পানছড়ির সীমান্ত জনপদে শীতের কষ্ট লাঘবে বিজিবির মানবিক হাত, পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরণ

পানছড়ির সীমান্ত জনপদে শীতের কষ্ট লাঘবে বিজিবির মানবিক হাত, পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শীতের তীব্রতা বাড়তে থাকায় পার্বত্য জেলা খাগড়াছড়ির সীমান্তবর্তী জনপদে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পানছড়ি উপজেলার বাবুরাপাড়া অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠে দুই শতাধিক গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম।

এ সময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, জনকল্যাণমূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।

ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, উপ-অধিনায়ক মেজর এস এম নুরুল কায়েশ, লোগাং বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও উপকারভোগী সাধারণ মানুষও অনুষ্ঠানে অংশ নেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁদের মতে, বিজিবির নিয়মিত মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম সীমান্ত জনপদের মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও দৃঢ় করছে।

প্রসঙ্গত, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *