আলীকদমে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: পাহাট কাটার দায়ে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
![]()
নিউজ ডেস্ক
পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বেআইনিভাবে মাটি কাটার দায়ে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আলীকদম সেনা জোনের আওতাধীন ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব পালংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ক্যাপ্টেন মো. হিবরুল উন্মা হামীমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত ৩টি স্ক্যাভেটর ও ৫টি ডাম্পার ট্রাক জব্দ করে।
পরবর্তীতে আলীকদম থানার টহল পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারায় মাটি কাটার কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা মো. আবু হানিফ (৪৩)-কে আটক করে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া মাটি পরিবহনে ব্যবহৃত পাঁচটি ডাম্পার ট্রাকের মালিককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা এবং তিনটি স্ক্যাভেটরের মালিককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে অভিযানে সর্বমোট ৭ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
জব্দকৃত যানবাহন ও যন্ত্রপাতি আলীকদম থানার হেফাজতে রাখা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে জরিমানা পরিশোধ সাপেক্ষে সেগুলো অবমুক্ত করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনী ও প্রশাসনের এই সময়োপযোগী ও দৃঢ় অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে চলমান অবৈধ মাটি কাটা পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছিল এবং জনস্বার্থের জন্য হুমকি হয়ে উঠেছিল।
প্রসঙ্গত, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় সেনাবাহিনী ও প্রশাসনের এমন যৌথ উদ্যোগ আলীকদমসহ পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।