পানছড়িতে ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী, নগদ সহায়তা প্রদান

পানছড়িতে ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী, নগদ সহায়তা প্রদান

পানছড়িতে ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী, নগদ সহায়তা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে মানবিক দায়িত্ববোধ ও সামাজিক সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান ও ডাকসু সদস্য হেমা চাকমার পিতা অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে সেনাবাহিনী। গুরুতর অসুস্থ ও আর্থিকভাবে সংকটাপন্ন অনিল চন্দ্র চাকমার চিকিৎসা নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

পানছড়িতে ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী, নগদ সহায়তা প্রদান

সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের তত্ত্বাবধানে লোগাং এলাকায় আয়োজিত একটি বৃহৎ মেডিকেল ক্যাম্পেইনের অংশ হিসেবে এই মানবিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।

পানছড়িতে ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী, নগদ সহায়তা প্রদান

ক্যাম্পেইনে লোগাং ও আশপাশের এলাকার পাহাড়ী ও বাঙ্গালী জনগোষ্ঠীর কয়েক শতাধিক মানুষ অভিজ্ঞ সেনা চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সেবা গ্রহণ করেন। দুর্গম পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষের মাঝে এই উদ্যোগ ব্যাপক স্বস্তি ও আস্থা সৃষ্টি করেছে।

চিকিৎসা সহায়তার পাশাপাশি সেনাবাহিনী সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আরও কয়েকজন অসহায় রোগীর পাশে দাঁড়ায়।

পানছড়িতে ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী, নগদ সহায়তা প্রদান

এদিন চেঙ্গী ইউনিয়নের বুদ্ধরাম পাড়ার বাসিন্দা অনুপম চাকমাকে চিকিৎসা সহায়তা হিসেবে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ পাহাড়ি অঞ্চলের দরিদ্র মানুষের জন্য আশার আলো হয়ে উঠছে।

সেনাবাহিনীর পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন এসব সহায়তা বিতরণ করেন।

শীত মৌসুমকে সামনে রেখে মানবিক সহায়তার ধারাবাহিকতায় সেনাবাহিনীর উদ্যোগে এলাকার দরিদ্র ও শীতার্ত পরিবারগুলোর মাঝে ১১০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা একসঙ্গে বাস্তবায়নের ফলে স্থানীয় জনগণের মধ্যে সেনাবাহিনীর প্রতি আস্থা, নিরাপত্তাবোধ ও ইতিবাচক মনোভাব আরও সুদৃঢ় হয়েছে।

পানছড়িতে ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী, নগদ সহায়তা প্রদান

সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে শুধু আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করাই নয়, সাধারণ মানুষের মৌলিক চাহিদা, স্বাস্থ্যসেবা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মানবিক সহায়তার মাধ্যমে পাহাড়ি জনপদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পর্ক আরও গভীর হচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ এবং অসহায় মানুষের চিকিৎসা ও আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।