দেশ সেবায় আত্মনিয়োগই ক্যাডেটশিপের প্রকৃত সার্থকতা- জেনারেল ওয়াকার-উজ-জামান

দেশ সেবায় আত্মনিয়োগই ক্যাডেটশিপের প্রকৃত সার্থকতা- জেনারেল ওয়াকার-উজ-জামান

দেশ সেবায় আত্মনিয়োগই ক্যাডেটশিপের প্রকৃত সার্থকতা- জেনারেল ওয়াকার-উজ-জামান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী ‘১ম পুনর্মিলনী–২০২৫’-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুক্রবার (১৪ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সকালে কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তাঁর আগমনে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উচ্ছ্বাসমুখর পরিবেশ।

দেশ সেবায় আত্মনিয়োগই ক্যাডেটশিপের প্রকৃত সার্থকতা- জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রধান অতিথিকে স্বাগত জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও অ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া; কলেজের অধ্যক্ষ; এবং অ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেটস (AJEC)-এর সভাপতি। পরে সেনাবাহিনী প্রধান পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন।

প্যারেডের পর বক্তব্যে সেনাবাহিনী প্রধান বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের ধন্যবাদ জানিয়ে বলেন, ক্যাডেট কলেজের কঠোর প্রশিক্ষণ শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রাক্তন ক্যাডেটদের অর্জনকে ‘গর্বের সম্পদ’ উল্লেখ করে দেশমাতৃকার সেবায় নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

দেশ সেবায় আত্মনিয়োগই ক্যাডেটশিপের প্রকৃত সার্থকতা- জেনারেল ওয়াকার-উজ-জামান

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মধ্যাহ্নভোজে অংশ নেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আগামীকাল সমাপনী আয়োজনের মধ্য দিয়ে এবারের প্রথম পুনর্মিলনী শেষ হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed