বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠীর প্রভাব ক্রমশ বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রীর

বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠীর প্রভাব ক্রমশ বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রীর

বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠীর প্রভাব ক্রমশ বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশে উগ্রবাদী ও মৌলবাদী গোষ্ঠীর প্রভাব ক্রমশ বাড়ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। তার দাবি, এসব গোষ্ঠীর কর্মকাণ্ড অব্যাহত থাকলে ভবিষ্যতে তা বাংলাদেশের অস্তিত্বকেই বিপন্ন করে তুলতে পারে।

সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ টেনে বিপ্লব কুমার দেব বলেন, উগ্র মতাদর্শ মানবিক মূল্যবোধকে ধ্বংস করছে এবং বাংলাদেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাঁর ভাষায়, মৌলবাদী চিন্তায় আক্রান্ত গোষ্ঠীগুলোর কার্যকলাপ এক সময় বাংলাদেশ রাষ্ট্রের টিকে থাকার প্রশ্নই তুলে দেবে।

তিনি বলেন, উসমান বিন হাদির মৃত্যুর পর পরিস্থিতি আরও অবনতি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এ সময় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বেড়েছে বলে তিনি দাবি করেন। বাড়িঘরে অগ্নিসংযোগ থেকে শুরু করে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগও সামনে আসছে বলে উল্লেখ করেন তিনি।

বিপ্লব কুমার দেব আরও বলেন, এসব সহিংস ও বিভাজনমূলক কর্মকাণ্ড শুধু সামাজিক স্থিতিশীলতাই নষ্ট করছে না, বরং বাংলাদেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। তাঁর মতে, দেশটির অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছে।

তিনি সতর্ক করে বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে যারা নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে বলে মনে করছে, বাস্তবে তারাই বাংলাদেশের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলছে। কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর আক্রমণ চালিয়ে কেউই শেষ পর্যন্ত পার পাবে না।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উদ্বেগ ও মন্তব্য উঠে আসছে, যা নিয়ে কূটনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed