বাঘাইছড়ির বঙ্গলতলিতে বড়দিনের অনুষ্ঠানে ইউপিডিএফ সন্ত্রাসীদের বাধা ও হুমকির অভিযোগ

বাঘাইছড়ির বঙ্গলতলিতে বড়দিনের অনুষ্ঠানে ইউপিডিএফ সন্ত্রাসীদের বাধা ও হুমকির অভিযোগ

বাঘাইছড়ির বঙ্গলতলিতে বড়দিনের অনুষ্ঠানে ইউপিডিএফ সন্ত্রাসীদের বাধা ও হুমকির অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি এলাকায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর দুই সদস্যের বিরুদ্ধে। অভিযোগে নাম এসেছে ইউপিডিএফ সন্ত্রাসী সোহেল চাকমা ও বিতু ভুষন চাকমার।

স্থানীয় সূত্র জানায়, বড়দিন উদযাপন উপলক্ষে আয়োজিত ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আগে থেকেই ইউপিডিএফের বঙ্গলতলি ইউনিটের সংগঠক আদর্শ চাকমার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। অনুমতি পাওয়ার পর প্রস্তুতি চলাকালে হঠাৎ করে সোহেল চাকমা ও বিতু ভুষন চাকমা অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন এবং আয়োজকদের নানাভাবে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

আয়োজকদের দাবি, শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপনের সব আয়োজন চলছিল। এমন অবস্থায় হঠাৎ বাধা ও হুমকির ঘটনায় তারা চরম আতঙ্কের মধ্যে পড়ে যান এবং অনুষ্ঠানের স্বাভাবিক প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হয়।

খ্রিষ্টান সম্প্রদায়ের স্থানীয় নেতারা বলেন, বড়দিন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। পূর্বানুমতি থাকা সত্ত্বেও এ ধরনের বাধা দেওয়া অত্যন্ত দুঃখজনক এবং এটি পার্বত্য এলাকায় ধর্মীয় সম্প্রীতির পরিপন্থী। তারা অবিলম্বে এ ধরনের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।

এ ঘটনার পর বঙ্গলতলি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযুক্ত সোহেল চাকমা, বিতু ভুষন চাকমা কিংবা ইউপিডিএফের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা শান্তিপূর্ণভাবে বড়দিনের অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসনের কার্যকর ভূমিকা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় ও সামাজিক উৎসব ঘিরে এ ধরনের বাধা ও হুমকির ঘটনা স্থানীয় সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশকে প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করছেন সচেতন মহল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed