মাটিরাঙ্গার সীমান্তবর্তী এলাকায় পলাশপুর জোনের বিশেষ অভিযান: ভারতীয় পিস্তল ও তাজা গুলি উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় একটি পিস্তল, তাজা গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক ও পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে আনুমানিক ১৩ কিলোমিটার উত্তর-পূর্বে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন গোমতি ইউনিয়নের বেহাদন্তপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় ১২ বোর পিস্তল, ২ রাউন্ড ১২ বোর তাজা অ্যামুনিশন এবং ৩টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ধারালো অস্ত্রের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ১ হাজার ৯০০ টাকা। এসব উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য, পার্বত্য সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাসী ও অপরাধমূলক কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।