মানিকছড়িতে যৌথবাহিনীর অভিযানে ৬ জুয়াড়ি আটক - Southeast Asia Journal

মানিকছড়িতে যৌথবাহিনীর অভিযানে ৬ জুয়াড়ি আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মানিকছড়িতে অভিযান পরিচালনা করে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে মানিকছড়ি বাজারের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। পরে রাত পৌনে ১২ টায় আটক জুয়াড়িদের মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল গভীর রাতে অভিযান পরিচালনা করেন। এসময় ৬ জুয়াড়িদের হাতে নাতে আটক করা হয়।