থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগে বিপুল মশারি ও নৌকা ইঞ্জিনের যন্ত্রাংশ জব্দ

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগে বিপুল মশারি ও নৌকা ইঞ্জিনের যন্ত্রাংশ জব্দ

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগে বিপুল মশারি ও নৌকা ইঞ্জিনের যন্ত্রাংশ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চারজন বোটচালক ও একজন বিক্রেতাসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে থানচি উপজেলার তিন্দুমুখ বিজিবি চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমারমুখী তিনটি ইঞ্জিনচালিত বোট চেকপোস্ট অতিক্রমের সময় তল্লাশির জন্য থামার নির্দেশ দেওয়া হলে একটি বোট দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে সন্দেহ আরও বেড়ে গেলে বাকি দুইটি বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ওই বোট দু’টি থেকে ১ হাজার ৫০০টি উন্নতমানের মশারি এবং ১২০টি নৌকা ইঞ্জিনের পাকা (স্পেয়ার পার্টস) উদ্ধার করা হয়, যা আরাকান আর্মির কাছে সরবরাহের জন্য নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—থোয়াই হ্লা চিং মারমা (২১) সাখয়উ পাড়া, ছোট মদক; উমং সাইং মারমা (৩০) পাইমং পাড়া, বড় মদক; হ্লাচিং থোয়াই মারমা (২৫) নারিকেল পাড়া; উক্যছাইন মারমা (২৪) ছোট মদক এবং মোঃ ইউনুস (৩৩), হাতিরছড়া, ফাসিয়াখালী কুমারী বাজার এলাকার বাসিন্দা, লামা উপজেলা, বান্দরবান।

বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দেশের বিভিন্ন স্থান থেকে কাপড়, জুতা, ওষুধ ও নৌকা ইঞ্জিনের যন্ত্রাংশ সংগ্রহ করে সীমান্ত পথে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে সরবরাহ করে আসছে। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ধরনের সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে তিনি জানান।

পরে জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের থানচি থানায় হস্তান্তর করা হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার তসলিম হোসাইন বলেন, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, পার্বত্য সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক সময়ে মিয়ানমারমুখী অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে, যার ধারাবাহিকতায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed