লংগদুতে বড়দিনে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায় খ্রিস্টান পরিবারে উপহার ও আর্থিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।
সকালে লংগদু জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ-এর দিকনির্দেশনায় জোনের আওতাধীন বিভিন্ন গির্জা (চার্চ) ও স্থানীয় খ্রিস্টান পরিবারগুলোর মাঝে এসব উপহার ও অনুদান তুলে দেওয়া হয়।
বড়দিনের উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার লক্ষ্যে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
লংগদু জোন সূত্র জানায়, পাহাড়ে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের পরিবারগুলো যেন উৎসবের দিনে কোনোভাবে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে এই সহায়তাকে একটি ক্ষুদ্র মানবিক প্রয়াস হিসেবে উল্লেখ করে বলা হয়, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন—এই মূলমন্ত্রকে সামনে রেখেই বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল ধর্ম ও বর্ণের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
উপহার ও অনুদান পেয়ে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, সেনাবাহিনী সবসময় পাহাড়ে বসবাসরত মানুষের সুখ-দুঃখে পাশে থাকে। বড়দিনের মতো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ সময় সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং খ্রিস্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও সম্প্রীতিমূলক উদ্যোগ পাহাড়ি জনপদে পারস্পরিক আস্থা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।