রাঙামাটিতে অসহায় উপজাতি কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন সেনা জোন অধিনায়ক
![]()
নিউজ ডেস্ক
মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ একরামুল রাহাত। জন্মগত ঠোঁটকাটা–তালুকাটা ও নাকের নাসাছিদ্র বন্ধ জটিল রোগে আক্রান্ত চাকমা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কিশোরের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে তিনি এক দুঃস্থ পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছেন।
জেলার জুরাছড়ি উপজেলার দুমদুমিয়া ইউনিয়নের আদেয়াবছড়া গ্রামের বাসিন্দা গভীর চাকমা (১৫) দীর্ঘদিন ধরে জন্মগত শারীরিক জটিলতায় ভুগছিল। তার নাকের দুইটি নাসাছিদ্রের একটি সম্পূর্ণ বন্ধ থাকায় স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দেয়। পাশাপাশি ঠোঁটকাটা–তালুকাটাজনিত কারণে সামাজিক জীবনেও তাকে নানাভাবে বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছিল। দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা করানো ছিল প্রায় অসম্ভব।
গভীর চাকমার এই মানবিক সংকটের কথা জানতে পেরে রাঙামাটি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ একরামুল রাহাত তার চিকিৎসার সার্বিক দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর নির্দেশনা ও তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা ও জটিল অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা, ওষুধপত্রসহ সকল ব্যয় সেনাবাহিনীর পক্ষ থেকে বহন করা হয়।
সফল অস্ত্রোপচারের ফলে গভীর চাকমার বন্ধ থাকা নাসাছিদ্রটি স্বাভাবিকভাবে কার্যকর হয় এবং ঠোঁটের অবস্থারও উল্লেখযোগ্য উন্নতি ঘটে। এতে সে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার সুযোগ পায়। দীর্ঘদিনের কষ্ট লাঘব হওয়ায় নতুন করে স্বপ্ন দেখছে কিশোরটি।
চিকিৎসা শেষে সুস্থতার পথে ফিরে গভীর চাকমা ও তার পরিবার জোন অধিনায়কসহ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান। তারা বলেন, সেনাবাহিনীর এই মানবিক সহায়তা না পেলে সন্তানের চিকিৎসা কোনোভাবেই সম্ভব হতো না।
জানা গেছে, লেঃ কর্নেল মোঃ একরামুল রাহাত–এর নেতৃত্বে রাঙামাটি জোন নিয়মিতভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের আস্থা ও ভরসা আরও সুদৃঢ় করছে বলে মনে করছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।