‘নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি’

‘নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি’

‘নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের সীমান্ত এলাকায় যে কোনও অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বন্ধে বিজিবি বদ্ধপরিকর, সে লক্ষে কাজ করে যাচ্ছে বিজিবি।

এছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিজিবি। স্বাধীনতার পর এই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় ১১০ বিজিবি সদস্য শহীদ হয়েছেন। এছাড়া বিভিন্ন অভিযানে বিপুল মাদকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) ওয়াগ্গাছড়া ব্যাটালিয়নের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী এসব কথা বলেন।

তিনি বলেন, দক্ষিণ-পূর্ব রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের মাধ্যমে ইতোমধ্যে চলতি বছরে বিভিন্ন অভিযানে দুইটি দেশীয় রাইফেল, দুইটি ১২ বোর পিস্তল, একটি ১২ বোর শর্ট গান, একটি ৯ এম এম পিস্তল (যুক্তরাষ্ট্র), একটি ৮ এম এম পিস্তল (ভারতীয়), ৫০০ গ্রাম গান পাউডার, একটি ১ নলা দেশীয় বন্দুক, একটি এসএমজি (এম-৪, এ-১), দুটি ম্যাগাজিন এবং ৫০০ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া অভিযানে ২৯ জন আসামিসহ মদ, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন চোরাচালানির প্রায় ২৯ কোটি টাকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। দুর্গম সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হয়েও বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে।

এসময় কাপ্তাই ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর ফারহাত, ক্যাপ্টেন আশরাফ, সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed