লক্ষীছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: দুর্গম ইন্দ্রসিংপাড়ায় চিকিৎসা, শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ

লক্ষীছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: দুর্গম ইন্দ্রসিংপাড়ায় চিকিৎসা, শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ

লক্ষীছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: দুর্গম ইন্দ্রসিংপাড়ায় চিকিৎসা, শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়িতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে ইন্দ্রসিংপাড়া এলাকায় মেডিকেল ক্যাম্পেইন, শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

লক্ষীছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: দুর্গম ইন্দ্রসিংপাড়ায় চিকিৎসা, শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ

জানা যায়, দুর্গম এলাকায় শীতকালীন দুর্ভোগ লাঘব, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তার উদ্দেশ্যে আজ রবিবার (২৮ ডিসেম্বর) এই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ইন্দ্রসিংপাড়া এলাকার শীতার্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও পুরুষদের মাঝে মোট ২০০টি কম্বল বিতরণ করা হয়, যা দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত দরিদ্র মানুষের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।

লক্ষীছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: দুর্গম ইন্দ্রসিংপাড়ায় চিকিৎসা, শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ

একই দিনে স্থানীয় জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লক্ষীছড়ি জোনের ব্যবস্থাপনায় একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে মোট ৩৩৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

পাশাপাশি প্রায় ৪৫ হাজার ৫৬৭ টাকা মূল্যের প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়, যা স্থানীয় মানুষের দীর্ঘদিনের চিকিৎসা সংকট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লক্ষীছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: দুর্গম ইন্দ্রসিংপাড়ায় চিকিৎসা, শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ

শুধু স্বাস্থ্যসেবা নয়, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে সেনাবাহিনী।

কর্মসূচির আওতায় স্থানীয় ১২৪ জন স্কুলগামী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। এতে দুর্গম এলাকার শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা এবং পড়াশোনায় আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লক্ষীছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: দুর্গম ইন্দ্রসিংপাড়ায় চিকিৎসা, শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ

শীতবস্ত্র, চিকিৎসা ও শিক্ষাসামগ্রী পেয়ে স্থানীয় জনগণ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এই ধরনের মানবিক সহায়তা তাদের জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন আনছে এবং রাষ্ট্রের প্রতি আস্থা আরও দৃঢ় করছে।

এদিন মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন লক্ষীছড়ি জোনের সেনা কর্মকর্তা মেজর মীর মোহাম্মদ ফাহ্দ বিন আসাদ ও ক্যাপ্টেন আসিফ মোস্তফা জীম। এছাড়া চিকিৎসা সহায়তা প্রদান করেন জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ সাব্বির হোসেন।

লক্ষীছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: দুর্গম ইন্দ্রসিংপাড়ায় চিকিৎসা, শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ

লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়ন সাধনই বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম অগ্রাধিকার। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed