‘অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ সীমান্ত এলাকার বাসিন্দাদের মানবিক উন্নয়নে কাজ করছে বিজিবি’
![]()
নিউজ ডেস্ক
সীমান্তে শুধু বলপ্রয়োগ বা ফোর্স বৃদ্ধি করলেই আন্তঃসীমান্ত অপরাধ দমন সম্ভব নয়। কেবল সবার সহযোগিতাই পারে এ ধরনের অপরাধ প্রতিরোধ করতে।— এমন মন্তব্য করেছেন, দিনাজপুর সেক্টর কমান্ডার (উপ-মহাপরিচালক) কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ সীমান্ত এলাকার বাসিন্দাদের মানবিক উন্নয়নেও কাজ করছে।
সোমবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের মীরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ আয়োজন করে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯বিজিবি)।
তিনি আরও বলেন, বিজিবি মহাপরিচালকের মূলনীতি ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, সহকারী পরিচালক মিজানুর রহমান, কাজিহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন কাঞ্চণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ এম জাবের বিন জব্বার জানান, ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রায় ৬০০ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।