‘অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ সীমান্ত এলাকার বাসিন্দাদের মানবিক উন্নয়নে কাজ করছে বিজিবি’

‘অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ সীমান্ত এলাকার বাসিন্দাদের মানবিক উন্নয়নে কাজ করছে বিজিবি’

‘অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ সীমান্ত এলাকার বাসিন্দাদের মানবিক উন্নয়নে কাজ করছে বিজিবি’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্তে শুধু বলপ্রয়োগ বা ফোর্স বৃদ্ধি করলেই আন্তঃসীমান্ত অপরাধ দমন সম্ভব নয়। কেবল সবার সহযোগিতাই পারে এ ধরনের অপরাধ প্রতিরোধ করতে।— এমন মন্তব্য করেছেন, দিনাজপুর সেক্টর কমান্ডার (উপ-মহাপরিচালক) কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ সীমান্ত এলাকার বাসিন্দাদের মানবিক উন্নয়নেও কাজ করছে।

সোমবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের মীরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ আয়োজন করে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯বিজিবি)।

তিনি আরও বলেন, বিজিবি মহাপরিচালকের মূলনীতি ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, সহকারী পরিচালক মিজানুর রহমান, কাজিহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন কাঞ্চণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ এম জাবের বিন জব্বার জানান, ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রায় ৬০০ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed