হবিগঞ্জ থানায় সমন্বয়কদের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জের দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

হবিগঞ্জ থানায় সমন্বয়কদের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জের দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

হবিগঞ্জ থানায় সমন্বয়কদের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জের দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানের বিরুদ্ধে। গতকাল (৩ জানুয়ারি) তাকে পুলিশ আটক করলে থানা ঘেরাও করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির নেতাকর্মীরা। এ সময় সেখানে অবস্থান নেয় সেনাবাহিনী। এরই প্রেক্ষিতে, “এই মুহূর্তে হবিগঞ্জের থানায় আবারও হামলা করেছে ছাত্র সমন্বয়ক নামের সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনী এসে ব‍্যপক লাঠিচার্জ করছে.. কিছুখন আগে মহেদী হাসান নামের এক সমন্বয়কে গ্রেপ্তার করায় তাকে ছাড়িয়ে নিতে এসে থানায় হামলা করে!” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেকরিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি হবিগঞ্জ থানায় সমন্বয়কদের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জের নয়। প্রকৃতপক্ষে, রাতে উচ্চশব্দে বাইক চালানোর অভিযোগে কতিপয় ব্যক্তিকে সেনাবাহিনীর মারধরের ভিডিও দাবিতে অন্তত গত বছরের জুন মাস থেকে ইন্টারনেটে ভিডিওটির অস্তিত্ব রয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে “সাইফুল ইসলাম শেখ সুমন” নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৫ সালের ১২ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি মধ্যরাতে উচ্চশব্দে বাইক চালানোর জন্য সেনাবাহিনীর লাঠিচার্জের ভিডিও।

সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টেও  () ভিডিওটি সম্পর্কে একই তথ্য জানা যায়।

এছাড়া, একই তারিখে জনকণ্ঠের ফেসবুক পেজে “রাস্তায় মাতাল যুবকদের শাস্তি দিল সেনাবাহিনী!’’ ক্যাপশনে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। তবে গণমাধ্যমটিতে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, মাহদী হাসানকে আটকের প্রায় ১৪ ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত। আজ (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল মান্নান তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

সুতরাং, ২০২৫ সালে উচ্চশব্দে বাইক চালানোর জন্য সেনাবাহিনীর লাঠিচার্জের ভিডিওকে সাম্প্রতিক সময়ে হবিগঞ্জ থানায় সমন্বয়কদের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *