মাটিরাঙ্গায় বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে হতাহতের ঘটনায় বিজিবির মামলা দায়ের
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর এলাকায় গত ৩রা মার্চ মঙ্গলবার ব্যক্তিমালিকানাধীন বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবি’র সাথে গ্রামবাসীদের সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ ৫জন নিহত হবার ঘটনায় নিহত ৪ গ্রামবাসীসহ ১৯জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০জনকে আসামী করে মামলা দায়ের করেছে বিজিবি।
৫ই মার্চ বৃহস্পতিবার ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পূর্ব খেদাছড়া চেকপোষ্টের হাবিলদার মোঃ ইছহাক হোসেন বাদী হয়ে, সরকারি কাজে বাঁধা প্রদান ও অস্ত্র ছিনিয়ে নিয়ে মানুষ হত্যা অভিযোগ করে মাটিরাঙ্গায় এ মামলা দায়ের করেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ৩রা মার্চ মঙ্গলবার বাগান মালিক সাহাব মিয়া সকালে তার নিজের বাগান থেকে বেশকিছু গাছ কাটে। গাছগুলো গাড়িযোগে নেয়ার সময় অবৈধ দাবি করে বিজিবি সদস্যরা জব্দ করে তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে পুরো এলাকাবাসী সমবেত হয়ে বিজিবি সদস্যদের প্রতিহত করার চেষ্টা করলে এলাকবাসীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বিজিবি সদস্যরা জড়ো হওয়া লোকদের নিয়ন্ত্রণে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই বিজিবি সদস্য শাওন, বাগান মালিক সাহাব মিয়া প্রকাশ মুছা (৫৭), সাহাব মিয়ার ছেলে আহম্মদ আলী ও মোঃ মফিজ মিয়া ঘটনাস্থলে এবং মোঃ আলী আকবর হাসপাতালে নিয়ে যাবার পর নিহত হয়।
