আরাকান আর্মির আক্রমণে মিয়ানমারের জান্তা কমান্ডারসহ ১২ সৈন্য নিহত
![]()
নিউজ ডেস্ক
রাখাইন-বাগো সীমান্তের পান্ডাউং টাউনশিপের নিয়াউঙ্গিও এলাকায় আরাকান আর্মির এক অতর্কিত হামলায় মিলিটারি অপারেশনস কমান্ড নং ১০ (এমওসি-১০) প্রধান কর্নেল হান লিন অং ও তার ১২ সৈন্য নিহত হয়েছে।
গত ৪ জানুয়ারি সোমবার সকালে কৌশলগত পয়েন্ট ৬৬৬ পাহাড়ের কাছে তার নিহত হন।
আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা রাখাইন-ভিত্তিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মায়ানমারের সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতী’ এক প্রতিবেদনে বলা হয়, মায়ানমার প্রতিরক্ষা ও নিরাপত্তা ইনস্টিটিউট অফিসার কর্নেল হান লিন অং অভিজাত প্রতিরক্ষা পরিষেবা একাডেমির ৪৩তম ইনটেকের স্নাতক, যিনি গত ২০২৫ সালের অক্টোবরে এমওসি-১০ এর কমান্ডার হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।
প্রসঙ্গত; আরাকান আর্মি রাখাইন রাজ্যের বেশিরভাগ অংশ ও কাছাকাছি পালেতোয়া টাউনশিপ নিয়ন্ত্রণ করে। সম্প্রতি রাখাইনের রাজধানী সিত্তে ও প্রধান চীনা বিনিয়োগ প্রকল্পের স্থান কিয়াকফিউ বন্দর দখলের চেষ্টায় তৎপর। এতে বাগো, আয়েয়ারওয়াদি এবং মাগওয়ে অঞ্চলে বর্তমান সংঘর্ষের ঘটনা ঘটছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।