আরাকান আর্মির আক্রমণে মিয়ানমারের জান্তা কমান্ডারসহ ১২ সৈন্য নিহত

আরাকান আর্মির আক্রমণে মিয়ানমারের জান্তা কমান্ডারসহ ১২ সৈন্য নিহত

আরাকান আর্মির আক্রমণে মিয়ানমারের জান্তা কমান্ডারসহ ১২ সৈন্য নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাখাইন-বাগো সীমান্তের পান্ডাউং টাউনশিপের নিয়াউঙ্গিও এলাকায় আরাকান আর্মির এক অতর্কিত হামলায় মিলিটারি অপারেশনস কমান্ড নং ১০ (এমওসি-১০) প্রধান কর্নেল হান লিন অং ও তার ১২ সৈন্য নিহত হয়েছে।

গত ৪ জানুয়ারি সোমবার সকালে কৌশলগত পয়েন্ট ৬৬৬ পাহাড়ের কাছে তার নিহত হন।

আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা রাখাইন-ভিত্তিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মায়ানমারের সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতী’ এক প্রতিবেদনে বলা হয়, মায়ানমার প্রতিরক্ষা ও নিরাপত্তা ইনস্টিটিউট অফিসার কর্নেল হান লিন অং অভিজাত প্রতিরক্ষা পরিষেবা একাডেমির ৪৩তম ইনটেকের স্নাতক, যিনি গত ২০২৫ সালের অক্টোবরে এমওসি-১০ এর কমান্ডার হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।

প্রসঙ্গত; আরাকান আর্মি রাখাইন রাজ্যের বেশিরভাগ অংশ ও কাছাকাছি পালেতোয়া টাউনশিপ নিয়ন্ত্রণ করে। সম্প্রতি রাখাইনের রাজধানী সিত্তে ও প্রধান চীনা বিনিয়োগ প্রকল্পের স্থান কিয়াকফিউ বন্দর দখলের চেষ্টায় তৎপর। এতে বাগো, আয়েয়ারওয়াদি এবং মাগওয়ে অঞ্চলে বর্তমান সংঘর্ষের ঘটনা ঘটছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *