রামগড় স্থল বন্দরের নির্মাণকাজ পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব

রামগড় স্থল বন্দরের নির্মাণকাজ পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব

রামগড় স্থল বন্দরের নির্মাণকাজ পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী খাগড়াছড়ি জেলার রামগড় স্থল বন্দরের নির্মাণকাজ পরিদর্শন করেছেন। গতকাল দুপুরে তিনি পাহাড়ের মাটি কেটে বন্দর এলাকা ভরাট সংক্রান্ত বিষয়ে প্রচারিত সংবাদসহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল কর্তৃপক্ষ সচিবকে স্বাগত জানান এবং বন্দরের চলমান কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন।

এ সময় সচিব মহোদয় রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকার ভরাট কার্যক্রমের জন্য বৈরাগী টিলা এলাকায় আনুমানিক পাঁচ একর জায়গায় পাহাড় কাটার স্থান পরিদর্শন করেন। তিনি ভরাট কাজের অগ্রগতি, পরিবেশগত দিক, নিরাপত্তা ব্যবস্থা, জনবল নিয়োগসহ বন্দর পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

রামগড় স্থল বন্দরের নির্মাণকাজ পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাজী শামীমসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রামগড় স্থল বন্দরকে একটি কার্যকর আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নির্মাণকাজের গুণগত মান, পরিবেশগত ভারসাম্য ও নিরাপত্তা নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে নিয়মিত তদারকি ও সরেজমিন পরিদর্শন অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *