সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ৫৪ বিজিবি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকা সাজেকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশ বিজিবির দিকনির্দেশনায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর উদ্যোগে সাজেক অঞ্চলের প্রত্যন্ত পাহাড়ি জনপদে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে সাজেক বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মানিক উল্লাহ-এর নেতৃত্বে এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
এদিন সাজেকের রুইলুই, কংলাক ও মাসালং ৯ নম্বর পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত হতদরিদ্র, গরিব ও শীতার্ত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। প্রচণ্ড শীতের মধ্যে এসব এলাকার অসহায় মানুষের দুর্ভোগ লাঘব করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

শীতবস্ত্র বিতরণকালে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, দুর্গম সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করা বিজিবির মানবিক দায়িত্বের অংশ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগী পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা বিজিবির এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা বলেন, দুর্গম পাহাড়ে বিজিবির এমন সহায়তা শীতের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।