আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির অভিযোগে সেনাবাহিনীর কাছে স্মারকলিপি প্রদান

আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির অভিযোগে সেনাবাহিনীর কাছে স্মারকলিপি প্রদান

আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির অভিযোগে সেনাবাহিনীর কাছে স্মারকলিপি প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আলীকদম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলীকদম জোন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার কর্মরত সাংবাদিকরা।

রোববার (১১ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে আলীকদম বাজারস্থ উপজেলা প্রেসক্লাব ভবনের সামনে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় আলীকদম জোনের ক্যাপ্টেন সাদমান সাকিবের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

আলোচনাকালে সাংবাদিকরা আলীকদম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, একনায়কতান্ত্রিক পরিচালনা, দীর্ঘদিন নির্বাচন না করা এবং প্রেসক্লাবকে ব্যক্তিকেন্দ্রিকভাবে পরিচালনার অভিযোগ মৌখিকভাবে তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের পক্ষ থেকে এসব অভিযোগ সংবলিত একটি স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে আলীকদম জোন বরাবর প্রদান করা হয়।

স্মারকলিপিতে সাংবাদিকরা উল্লেখ করেন, দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে কোনো নিয়মতান্ত্রিক নির্বাচন, সাধারণ সভা কিংবা গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনা না করায় আলীকদম উপজেলা প্রেসক্লাব কার্যত একটি অকার্যকর ও অগণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এতে করে প্রকৃত পেশাদার সাংবাদিকদের মতপ্রকাশ ও সংগঠনিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

সাংবাদিকরা দ্রুত বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পুরাতন ও বিতর্কিত কমিটি বাতিল এবং গঠনতন্ত্র অনুযায়ী একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।

এ সময় উপস্থিত সেনা কর্মকর্তারা সাংবাদিকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *