নাইক্ষ্যংছড়িতে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র, সেলাই মেশিন, খাদ্য সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়নের ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল, সেলাই মেশিন, খাদ্য সামগ্রী, আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) বিজিবির নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র বৌদ্ধ এবং পাহাড়ি-বাঙালি জনগণ উপকৃত হন।
কর্মসূচির অংশ হিসেবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন প্রদান এবং দরিদ্র পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
একই সঙ্গে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় সীমান্তবর্তী অঞ্চলের সামাজিক স্থিতিশীলতা ও জনজীবনের মানোন্নয়নে বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং আত্মনির্ভরশীলতা তৈরির লক্ষ্যে এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্র অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নাইক্ষ্যংছড়ি জোন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
এ মানবিক সহায়তা কর্মসূচি পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সীমান্ত এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।