নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন সহায়তা

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন সহায়তা

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

নানিয়ারচর সেনা জোন সূত্রে জানা যায়, নানিয়ারচর জোনের আওতাধীন বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকার বাসিন্দা মোঃ মোজ্জাম্মেল হকের বসতঘর গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে যায়। আকস্মিক এই দুর্ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম দুর্ভোগে পড়েন এবং বসতঘর পুনর্নির্মাণের জন্য জরুরি সহায়তার প্রয়োজন দেখা দেয়।

এ প্রেক্ষিতে রবিবার (১১ জানুয়ারি) নানিয়ারচর সেনা জোনের জোন অধিনায়ক বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান-এর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য নতুন ঘর নির্মাণের সহায়তা হিসেবে তিন বান ঢেউটিন প্রদান করা হয়।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি স্বস্তি প্রকাশ করেন। পাশাপাশি স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, দুর্যোগ ও সংকটময় সময়ে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বাস্তব সহায়তা দিয়ে আসছে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *