লক্ষীছড়ি বাজারে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, উপকৃত দুর্গম এলাকার মানুষ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) সকাল ৯টার দিকে গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে লক্ষীছড়ি বাজার এলাকায় এ মানবিক চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাজার দিন হওয়ায় আশপাশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ এ সেবার আওতায় আসেন।

লক্ষীছড়ি জোন সূত্রে জানা যায়, জোনের মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে মোট ৬০ জন পাহাড়ি ও বাঙালি জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকার অনেক মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন। বাজারে সেনাবাহিনীর এই ধরনের চিকিৎসা ক্যাম্প স্থাপন করায় তারা সহজেই চিকিৎসা ও ওষুধ পাওয়ার সুযোগ পেয়েছেন। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।

এ বিষয়ে লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম জানান, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী নিয়মিতভাবে চিকিৎসা সেবা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার দাবি জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।