বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে এআই-জেনারেটেড ভুয়া কন্টেন্ট ছড়ানোর অভিযোগ

বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে এআই-জেনারেটেড ভুয়া কন্টেন্ট ছড়ানোর অভিযোগ

বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে এআই-জেনারেটেড ভুয়া কন্টেন্ট ছড়ানোর অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন এআই-জেনারেটেড ভুয়া কন্টেন্ট, বিভ্রান্তিকর ছবি ও ফটো কার্ড প্রচার করছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্দেশ্যপ্রণোদিত এসব অপপ্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতি নেতিবাচক মনোভাব তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রচারিত কন্টেন্টগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই এবং সেগুলো সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্যনির্ভর।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার বা প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আইএসপিআর। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্যের সত্যতা নিশ্চিত না হয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ জনগণকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

May be an image of text that says "FAKE AI-GENERATED AI- VIDEO NOT BANGLADESH ARMY BANGLADESH ARMY HEADQUARTERS FAKE EAMLENEWS NEWS AGenerated AI NEWMS NEWS OH NIBIT 시래 キ ATN CHANNEL AMDC Globe Rony"

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়। সেনাবাহিনীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও জনস্বার্থের পরিপন্থী বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ও এআই-নির্ভর কন্টেন্ট ছড়িয়ে বিভ্রান্তি তৈরির প্রবণতা দিন দিন বাড়ছে। এ ধরনের পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাই এবং গুজব প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরি হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে, জনগণের সচেতন ভূমিকার মাধ্যমেই এ ধরনের অপপ্রচার প্রতিহত করা সম্ভব হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *