রাজধানীর কাফরুলে গভীর রাতে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীর কাফরুলে গভীর রাতে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীর কাফরুলে গভীর রাতে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, গোলাবারুদ ও অবৈধ ওয়াকি-টকি সেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে কাফরুল থানাধীন এসওএস হারম্যান মেইনার কলেজ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম (২৭)। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গোলাবারুদ এবং একটি অবৈধ ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজধানীর কাফরুলে গভীর রাতে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রাজধানীতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করছে। এই অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র বহন ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা অপরাধ সংক্রান্ত তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, রাজধানীতে অবৈধ অস্ত্র উদ্ধারে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে, যা নগর নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed