উখিয়ায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত
 
                 
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের জুবাইর নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জুবাইর লেদা ২৪নং এলএমএস ক্যাম্পের এ ব্লকের ২৩৮নং রোমের বাসিন্দা ইউনুছের পুত্র বলে জানা গেছে। এ সময় ঘটনাস্থল হতে ২০ হাজার ইয়াবা, ১টি পাইপ গান , ২টি তাজা কার্তুজ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
জানা যায়, ৯ মার্চ সোমবার ভোররাতে উখিয়ার পালংখালী ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রহমতের বিল সাইক্লোন সেন্টার হতে সামান্য দক্ষিণ পূর্ব দিকে বেড়িবাঁধে বিজিবি টহল চলার সময় মিয়ানমার হতে বাংলাদেশমুখী কিছু অজ্ঞাত লোক দেখতে পেয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। বিজিবিও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। পরে ইয়াবা কারবারিরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি ঘটনাস্থলে মোঃ জুবায়েদ মিয়া (২২)কে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে করর্তব্যত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
