রাঙামাটিতে নৌ-বাহিনীতে চাকুরি দেবার নামে অর্থ আত্মসাতের মামলায় প্রতারকের ৫ বছরের সশ্রম কারাদন্ড - Southeast Asia Journal

রাঙামাটিতে নৌ-বাহিনীতে চাকুরি দেবার নামে অর্থ আত্মসাতের মামলায় প্রতারকের ৫ বছরের সশ্রম কারাদন্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলায় এক যুবককে বাংলাদেশ নৌ-বাহিনীতে চাকুরি দেওয়ার নামে সাড়ে সাত লাখ টাকা আত্মসাত করার মামলায় সুমন নামের এক প্রতারককে পাঁচ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। ৯ মার্চ সোমবার রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এএনএম. মোরশেদ খানের আদালত এই রায় প্রদান করেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে চীফ জুডিসিয়াল আদালতের বেঞ্চ সহকারী মোঃ মনজুরুল ইসলাম জানান, বিগত ২০১৯ সালের ৭ই মে আদালতে হাজির হয়ে মোঃ আব্দুল মাবুদ বাদী হয়ে আসামী আবুল হোসেন সুমন এর বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত নালিশকারীর অভিযোগটি আমলে নিয়ে বিগত ১২ ডিসেম্বর তারিখে আসামী আবুল হোসেন এর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

এ মামলায় আদালত সাক্ষীগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে সোমবার দুপুরে আসামী আবুল হোসেন সুমন এর বিরুদ্ধে পেনাল কোডের ৪২০ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড এবং দুই লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত অনাদায়ে আরো ৬ (ছয়) মাসের কারাদন্ডে দন্ডিত করেন। এদিকে, জামিনে থাকা প্রতারক সুমন আদালতে উপস্থিত থাকলেও রায়ের বিষয়টি তার নজরে আসলে সে আদালতে সময়ের আবেদন জানিয়ে আদালত প্রাঙ্গন থেকে সটকে পড়ে।

জানা গেছে, রাঙামাটি সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নের বাসিন্দা আবু আলম এর বড় ছেলে আবুল হোসেন সুমন নৌ-বাহিনীতে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছর শহরের তবলছড়ি এলাকার বাসিন্দা মরহুম মমতাজ উদ্দিন এর ছেলে মোঃ আব্দুল মাবুদ এর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা নেয়। পরবর্তীতে চাকুরি নাদিয়ে প্রতারনা করে টাকাগুলো পরিশোধ করতে অস্বীকার করে সুমন। বিষয়টি উল্লেখ করে সেসময় প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের অভিযোগ এনে প্রতারক সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন আব্দুল মাবুদ। এছাড়াও সুমন নানা সময়ে সে নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা, প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ এর অফিসার, কখনো কখনো নিজেকে গোয়েন্দা সংস্থার অফিসার আবার কখনো দুদকের পরিচালকের নিকটাত্মীয় পরিচয় দেয় নিজেকে। ভূক্তভোগীদের সূত্র থেকে প্রাপ্ত থেকে তথ্যে জানা গেছে, মসজিদ বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, দূদকের ভয় দেখিয়ে সুমন বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করেছে।