বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে মুজিব শতবর্ষ - Southeast Asia Journal

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে মুজিব শতবর্ষ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিবসের আনুষ্ঠানিকতা করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের কেক কাটেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম আসনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে জেলার গুইমারা রিজিয়নের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। গুইমারা কলেজিয়েট স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিজিয়নের মুশফিক হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে মুজিব জন্ম শতবর্ষের আলোচনা সভায় গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন মুজিব শতবর্ষ উপলক্ষ্যে খাগড়াছড়িতে উপজাতীয় শরণার্থী বিষয়ক পুনর্বাসন টাস্কফোর্সের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণারের উদ্বোধন করা হয়েছে। দুপুরে মুজিব জন্ম শতবর্ষের দিনে কর্ণারটি উদ্বোধন করেন টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, টাস্কফোর্সের প্রধান নির্বাহী কৃষ্ণ চন্দ্র চাকমা ও নির্বাহী এম রাশেদুল হক সহ স্থানীয় আওয়ামীলীগ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর বাইরেও মুজিব বর্ষের আলো সবার মাঝে ছড়িয়ে দিতে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে জেলার বিভিন্ন প্রতিষ্ঠান নানা অনুষ্টানমালা হাতে নিয়েছে। এর মধ্যে সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে কেক কাটা ও আলোচনা সভা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের উদ্যোগে জেলার ১০০ ঠোঁট কাটা-তালু কাটাসহ গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে সার্জারী অপারেশনের উদ্বোধন, জেলা প্রশাসক কার্যালয়ে দুঃস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তায় জেলা প্রতিবন্ধি কার্যালয়ের উদ্যোগে বছরব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার, সাদাড়সহ সহায়ক সরঞ্জাম বিতরণ, জেলা শিশু একাডেমীর উদ্যোগে কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন, দুপুরে জেলা পরিষদের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা, বিকেলে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে জেলা শহরের প্রবেশমুখ জিরো মাইলেকে বঙ্গবন্ধু স্কয়ার (চত্বর) হিসেবে নামকরণ উল্লেখযোগ্য।

এদিকে রাতে বঙ্গবন্ধেু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ হতে জমকালো আতশবাজি প্রদর্শনীর কথা রয়েছে।