রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
২০১৯ সালের ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে বাঘাইছড়ি উপজেলা সদরে ফেরার পথে নয় মাইল নামক এলাকায় উপজাতি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু)’র সশস্ত্র হামলায় ৮জন নিহত ও ৩৩জন আহতের ঘটনার এক বছর আজ। এ উপলক্ষ্যে ১৮ মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধনের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে হতাহতদের স্বজনরা। এ দাবি তুলেন তারা।
এসময় নিহত ও আহতদের পরিবারের স্বজনরা ছাড়া বাঙ্গালী ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ‘বর্বর সন্ত্রাসীদের হাতে আমার ভাইরা নিহত হওয়ার এক বছর পার হলেও আমরা কোন বিচার পাইনি। পুলিশ এখনো কোন আসামীকে ধরতে পারিনি। আমাদের দাবি সরকারের কান পর্যন্ত পৌছায় না।’ তারা আরও বলেন, ‘কখন আমরা স্বজনহারার বিচার পাবো। আমরা আদৌ কি আমাদের স্বজন হত্যার বিচার দেখে যেতে পারবো বলে কর্তৃপক্ষের কাছে জবাব চান।’ মানববন্ধন শেষে নিহতের স্বজনরা প্রধানমন্ত্রী বরাবর উপজেলা প্রশাসনের মাধ্যমে স্বারক লিপি পেশ করেন।
রাঙামাটি সহকারী পুলিশ সুপার (অপরাধ) মো. ছুফি উল্লাহ বলেন, “আমরা ইতোমধ্যে ১৪ জনকে আটক করলেও পাহাড়ের ভৌগোলিক কিছু সমস্যার কারণে মুল আসামিদের এখনো ধরতে পারিনি।”
উল্লেখ্য, গত ১৮মার্চ ২০১৯ সালে বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে সাজেক থেকে উপজেলা সদরে ফিরার পথে একদল অস্ত্রধারী সন্ত্রাসী নির্বাচনী গাড়ির উপর অতর্কিত ভাবে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে ৭জন এবং চিকিৎসাধীন অবস্থায় ১জন নিহত হন। এ ঘটনায় আরো ৩৩জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তৎকালীন সময়ে একটি হত্যা মামলা দায়ের করে থানায়।