খাগড়াছড়িতে বিদেশ ফেরত প্রবাসীরা মানছে না হোম কোয়ারেন্টাইন, ব্যবস্থা নেবার নির্দেশ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বিদেশ ফেরত প্রবাসীরা মানছে না হোম কোয়ারেন্টাইন, ব্যবস্থা নেবার নির্দেশ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী করোনা আতঙ্কে বিদেশ ফেরত প্রবাসীদের মেধে ফেরার পর হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হলেও বিদেশ থেকে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ফেরা ২৪৪ জনের মধ্যে ১২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হলেও বাকিদের কোনো খোঁজ মিলছে না। আর বিদেশ ফেরত এসব প্রবাসীদের খোঁজ নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৯ মার্চ বৃহস্পতিবার খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ এ তথ্য জানিয়েছেন।

সূত্র মতে, বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। সংক্রামক থেকে বাঁচতে ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, বাহরানসহ বেশ কয়েকটি দেশের ২৪৪ জন খাগড়াছড়িতে ফিরেছেন। তার মধ্যে একজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশনে ও ১১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হলেও বাকিদের কোনো খোঁজ নেই। বিদেশফেরতদের মধ্যে খাগড়াছড়ি সদরের ৭০ জন, দীঘিনালার ৪৬ জন, গুইমারার ১৩ জন ও মহালছড়ির ১৪ জন বলে জানা গেছে।

পুলিশ সুপার আব্দুল আজিজ বলেন, ইতোমধ্যে ইমিগ্রেশন থেকে আমরা তালিকা পেয়েছি। সে অনুযায়ী সংশ্লিষ্ট সব থানাকে অবহিত করা হয়েছে। আমাদের অনুরোধ বৃহত্তর স্বার্থে তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। এক্ষেত্রে বিদেশিফেরতদের তথ্য দিয়ে স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন তিনি।

খাগড়াছড়ির সিভিল সার্জন নূপুর কান্তি দাশ বলেন, এটি উদ্বেগের বিষয়। সচেতনতা ছাড়া করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার সুযোগ নেই। তাই যারা বিদেশ থেকে ফিরছেন অবশ্যই হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। কোনো উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।

করোনা ভাইরাস মোকাবিলায় খাগড়াছড়ির জেলা প্রশাসককে আহ্বায়ক ও সিভিল সার্জনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি জাতীয় কমিটির নির্দেশনা মোতাবেক খাগড়াছড়িতে করোনা ভাইরাস মোকাবিলায় কাজ করবে। খাগড়াছড়িতে ৮০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে সদর হাসপাতালে ৩০টি ও অন্য উপজেলাগুলোতে ৫০টি।

You may have missed