খাগড়াছড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু, কর্মহীন ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত
![]()
নিউজ ডেস্ক
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব নিশ্চিত ও এর সংক্রমণ এড়াতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়িতে অব্যাহত রয়েছে সেনাবাহিনীর টহল, সাথে রয়েছে ম্যাজিষ্ট্রেট ও পুলিশের অভিযান। এর পাশাপাশি আজও জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় সরকারী ও বেসরকারী উদ্যোগে কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী।
জেলা সদরঃ
সকাল থেকেই (৩রা এপ্রিল) জেলা সদরের প্রবেশ মুখে প্রতি দিনের মতো নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী যুবকরা। জেলা সদরে প্রবেশ করা ব্যক্তি বা গাড়ি স্প্রে, লিফলেট বিতরণ ও মাস্ক বিতরণ করছে তারা। পাশাপাশি জেলা সদরের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আজ মাঠে নেমেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
জেলা শহরের বিভিন্ন সরকারী ও বেসরকারী উদ্যোগে বিতরণ করা হয়েছে ত্রান সামগ্রী। আজও ব্যক্তিগত পক্ষ হতে দুঃস্থ ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম। করোনা ভাইরাস প্রতিরোধে টানা ছুটিতে কর্মহীন মানুষদের জন্য পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের দেয়া ত্রাণ সহায়তা বিতরণ শুরু খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। খাগড়াছড়ি সদরের কদমতলী এলাকায় জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি গরীব দুস্থদের মাঝে এই ত্রাণ সহায়তা বিতরনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। বেলা ১২টার দিকে গরীব দুস্থ ছাড়াও কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক, পত্রিকার হকারসহ নিম্নআয়ের বিভিন্ন মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের অনেক ক্ষমতাধর রাষ্ট্র হিমশিম খাচ্ছে। বাংলাদেশের মতো একটি দেশ এ পরিস্থিতি মোকাবেলায় আগাম সর্তকতা গ্রহণ করেছে। সরকার সাধারণ ছুটি ঘোষণা দিয়েছে। ছুটিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে সাধ্যমতো চেষ্টা চলছে। শুধুমাত্র সরকারের প্রতি তাকিয়ে থাকলে চলবে না। যার যার অবস্থান থেকে এ সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহবান জানান।
এসময় পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটোন খীসা, পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, নির্মলেন্দু চৌধুরী, এ্যাডভোকেট আশুতোষ চাকমা,মংসেইপ্রু চৌধুরী অপু, জুয়েল চামকা, জুয়েল ত্রিপুরা, খোকনেশ্বর ত্রিপুরা, শতরূপা চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী ছাড়াও স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভাইবোনছড়ার দুর্গম রবিধন পাড়ায় করোনা ভাইরাসে অবরুদ্ধ, দরিদ্র ও হাম রোগে আক্রান্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এদিকে খাগড়াছড়িতে করোনার বিশেষ পরিস্থিতিতে ব্যক্তি উদ্যোগে ১’শ ৩০ পরিবার দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারকে নিজস্ব অর্থায়নে খাদ্য ও ভোগ্যপণ্য পৌঁছে দিয়েছেন তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক লক্ষ্মী চাকমা। হতদরিদ্র কর্মহীন দুর্গম পাহাড়ি পল্লীতে ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্যোগ খাগড়াছড়িতে এই প্রথম। শুক্রবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার চরপাড়া, রোওয়া সাইয়াপাড়া, সাতভাইয়াপাড়া, আপার পেরাছড়া, বটতলীসহ ৫ টি গ্রামে ১’শ ৩০ হতদরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ব্যতিক্রমী এ উদ্যোগে অংশ নেন কনজিউমারস এসোসিয়েশন (ক্যাব)-খাগড়াছড়ি জেলা কমিটির সা: সম্পাদক প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি ফুটবল একাডেমীর সভাপতি জ্যোতিষ বসু ত্রিপুরা, সা: সম্পাদক নিখিল দে, সমাজকর্মী রুতান চৌধুরীসহ স্থানীয় হেডম্যান-কার্বারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা সদরে আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অন্তত ১০জনকে জরিমানা ও সতর্ক করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
পানছড়িঃ
হতদরিদ্রদের জন্য ত্রান নিয়ে দাঁড়িয়েছে পানছড়ির ফুটন্ত ফুল ব্যবসায়ী সমিতি। পঁয়ত্রিশ সদস্য নিয়ে গঠিত এ দলের সকল সদস্যই পানছড়ি বাজারের ব্যবসায়ী। শুক্রবার উপজেলার হতদরিদ্র চল্লিশটি পরিবারের হাতে গেল ত্রান সহায়তা। যার মাঝে ছিল চাল, ডাল, আলু, তেল, পেয়াজ ও সাবান। করোনা ভাইরাস সংক্রামনের কারণে কাজ করতে না পারা মেহনতি মানুষের জন্যই এ সেবা বলে জানালেন সংগঠনের সভাপতি রিপন চৌধুরী ও সম্পাদক মোবারক হোসেন মনা।
দীঘিনালাঃ
শুক্রবার দীঘিনালা উপজেলার মেরুং, বোয়ালখালী, কবাখালী, দীঘিনালা, এবং বাবুছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীঘিনালা জোন হতে ক্যাপ্টেন ফাহাদ বিন শফি এর নেতৃত্বে একটি টহলদল বের হয়। তারা করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে বিভিন্ন গ্রাম/পাড়ার মসজিদের ইমাম, বনবিহারের ভান্তে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের প্রধানগন এর সাথে সমন্বয় সাধন করে। বিভিন্ন ধর্মের অনুসারী জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, এলাকাবাসীকে বিশেষ প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হওয়ার উপদেশ দেবার জন্য আহ্বান জানান।
এসময় তিনি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের প্রধানগণকে তাদের অনুসারী জনসাধারণের মাঝে বিতরণের জন্য সর্বমোট ৫০০ মাস্ক প্রদান করেন। ধর্মীয় উপাসনালয়ের প্রধানগণ যেন তাদের অনুসারীগণকে করোনা ভাইরাস এর ভয়াবহ দিক সম্পর্কে অবহিত করেন এবং এই ভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত কার্যক্রম মেনে চলতে আহ্বান করেন।
রামগড়ঃ
সকালে খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড়ের ১নং ইউনিয়নে সরকারী ১হাজার ৫০ পরিবারের ত্রাণ সুবিধার পাশাপাশি পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলমের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ শাহ আলমের নেতৃত্বে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সরকারীভাবে ১হাজার ৫০ পরিবার ও ব্যক্তিগত অর্থায়নে আরো প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সকাল থেকে ইউনিয়নের দুঃস্থ, কর্মহীন ও অসহায় পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন শাহ আলম চেয়ারম্যান। এসময় তিনি জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারী ত্রাণের পাশাপাশি নিজ ইউনিয়নে ব্যক্তিগত অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে তার ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। এছাড়া সন্ধ্যায় রামগড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মহালছড়িঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ করতে গিয়ে কর্মহীন হয়ে পড়া গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ।
মানিকছড়িঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশার আলোকে ও সচেতনতার লক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় খেঁটে খাওয়া মানুষ যখন গৃহবন্দী হয়ে পড়েছে ঠিক তখই এসব অসচ্ছল খেঁটে খাওয়া মানুষের মাঝে প্রতিদিনের ন্যায় আজও উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত ছিল। শুক্রবার দিনেও যোগ্যাছোলা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে গৃহবন্ধী কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরণ সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।
মাটিরাঙ্গাঃ
সরকারী সহায়তার বাইরেও মাটিরাঙ্গা বাজারের ব্যাবসায়ীদের সহযোগিতায় মাটিরাঙ্গা পৌরসভার উদ্যোগে মাটিরাঙ্গা পৌরসভার কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। সকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে কর্মহীন মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়ে এ কর্মসুচীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। এরপরপরই বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের হাতে খেটে খাওয়া সহস্রাধিক শ্রমজীবী, হতদরিদ্র ও নিম্ন আয়ের কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য তুলে দেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক। 
এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মো: তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া গতরাতে মাটিরাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭জনকে জরিমানা করা হয়েছে।
গুইমারাঃ
সরকারের ত্রান সামগ্রী অসহায় ও দিন মজুর মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে গুইমারা উপজেলার নির্বাহী অফিসার তুষার আহমেদ ও গুইমারা সদর ইউনিয়ন চেয়ারম্যান মেমং মারমা ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।