করোনা সংক্রমণ এড়াতে বাঘাইছড়িতে জেএসএস (এমএন লারমা)’র জীবানুনাশক স্প্রে - Southeast Asia Journal

করোনা সংক্রমণ এড়াতে বাঘাইছড়িতে জেএসএস (এমএন লারমা)’র জীবানুনাশক স্প্রে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে এবার রাঙামাটির বাঘাইছড়িতে বিভিন্ন সড়কে জীবানুনাশক স্প্রে করেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস (এমএন লারমা)।

৪ঠা এপ্রিল শনিবার দিনব্যাপী পাহাড়ের এই সংগঠনের উদ্যোগে ও সংগঠনটির নেতা জুপিটার চাকমার নেতৃত্বে বাঘাইছড়ির জীবঙ্গা ছড়া (বাবু পা), চৌমূহনি, কলেজ রোড, মধ্যম পাড়া, মাষ্টার পাড়া, হাসপাতাল এলাকা, জীবতলি, তালুকদার পাড়া, মুসলিম ব্লক, উপজেলা সদরসহ বিভিন্ন লোক সমাগম স্থানে জীবানুনাশক পানি স্প্রে করা হয়েছে।