বাঘাইছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়লো সাংবাদিকের মিশ্র ফলজ বাগান - Southeast Asia Journal

বাঘাইছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়লো সাংবাদিকের মিশ্র ফলজ বাগান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে দুর্বৃত্তের দেয়া আগুনে এক সাংবাদিকের মিশ্র ফলজ বাগান আগুনে পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার (৪ঠা এপ্রিল) সকালে সাপ্তাহিক পর্যবেক্ষনে গিয়ে বাগানের এমন অবস্থা দেখে প্রায় ভেঙে পড়েন দৈনিক যায়যায় দিন সংবাদপত্রের বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি আবু নাছের। এঘটনায় অন্তত ৩শত বিভিন্ন ফলজ প্রজাতির গাছ আগুনে পুড়ে গেছে।

জানা যায়, বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকার বাসিন্দা সাংবাদিক আবু নাছের পরিবারের ভরণ পোষনের প্রয়োজনে প্রায় ৪ বছর যাবৎ বাড়ির অদূরে একটি পাহাড়ে তিনি আম, লিচু, জাম, কাঠাল ও মাল্টার মিশ্র ফলজ বাগানে শ্রম দিয়ে যাচ্ছেন। এর মধ্যে বাগানের সবকটি ফল গাছেই মুকুল আসতে শুরু করেছে। তিনি জানান, ইতিপূর্বেও তার ডেইরি ফার্মে চুরির চেষ্টা, বয়লার ফার্মে বিষ প্রয়োগ করেছেন দুর্বৃত্তরা।

এ বিষয়ে বাঘাইছড়ি থানায় অজ্ঞাত ব্যক্তির নামে সাধারণ ডাইরি (জিডি) করার বিষয়টি জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।