জুড়াছড়িতে ইউপি সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় আটক ২
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার জুড়াছড়ি উপজেলায় হেমন্ত চাকমা নামে এক ইউপি মেম্বারকে গুলি করে হত্যার ঘটনায় উপজেলার দুমদুম্যা ইউনিয়নের চেয়ারম্যান শান্তিরাজ চাকমাসহ দুই জনকে আটক করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃত অন্যজনের নাম আনন্দ চাকমা বলে জানা গেছে।
জানা যায় যে, গত ১০ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার হেমন্ত চাকমাকে বাড়ির অদূরে একটি চায়ের দোকানের সামনে থেকে একদল সশস্ত্র উপজাতি সন্ত্রাসী ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।
সূত্র মতে, ঘটনার পর পরই সন্ত্রাসীদের আটক করতে মাঠে নামে যৌথবাহিনী। পরবর্তীতে রাতে আনন্দ চাকমাকে তার নিজ বাড়ি থেকে এবং দুমদুম্যা ইউনিয়নের চেয়ারম্যান শান্তিরাজ চাকমাকে জুরাছড়ি উপজেলা সদর থেকে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনীর সদস্যরা।
এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার পানছড়ি এলাকায় হেমন্ত চাকমা নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে গুলি করে হত্যা করেছে উপজাতি সন্ত্রাসীরা। নিহত হেমন্ত চাকমা উপজেলার ২নং ওয়ার্ড বনজোগীছড়ার ইউপি সদস্য।