জুড়াছড়িতে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় মামলা দায়ের - Southeast Asia Journal

জুড়াছড়িতে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় মামলা দায়ের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়িতে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য হেমন্ত চাকমাকে নির্মমভাবে হত্যার ঘটনায় জুড়াছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পিতা। জুড়াছড়ি থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাই মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের বাবা লোকবিদু চাকমা বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেছেন।

জানা যায়, গত ১৩ এপ্রিল দায়েরকৃত এই মামলায় ১৬/১৭ জনের নামোল্লেখসহ আরো ৬/৭ জনকে অজ্ঞাতনামা আসামী দেখিয়ে এই মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে, গত শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত এগারোটার সময় উপজেলার বনযোগিছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ধামাইপাড়া এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে স্থানীয় ইউপি মেম্বার হেমন্ত চাকমাকে। তার বাড়ির অদূরে একটি চা’দোকানের সামনে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে সশস্ত্র উপজাতি সন্ত্রাসীরা চলে যায়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্বজন ও থানা সূত্রে জানা গেছে, আসামীরা জেএসএস এর রাজনীতির সাথে জড়িত এবং হেমন্তকে তারাই খুন করেছে।