খাগড়াছড়ির দুর্গম এলাকায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম কর্মসূচী শুরু
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলা ও দীঘিনালা উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম কর্মসূচী শুরু করেছে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম।
গত ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে বিশুদ্ধ পানির সংকট রয়েছে এমন এলাকায় সাময়িকের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম হিসেবে খাগড়াছড়ি সদর উপজেলা ও দীঘিনালা উপজেলার মাঝামাঝি মাইতৈই পাড়া (মিলন কার্বারী পাড়া) ও দুর্গম সীমানা পাড়ার প্রত্যন্ত এলাকা মিলে ২হাজার ৫শ লিটার পানি বিতরণ করা হয়। এসময় প্রায় ২শত ৫০টি পরিবার এসব বিশুদ্ধ পানি সংগ্রহ করে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েল জানান, পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে দ্রুত সময়ের মধ্যে পানির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ‘খাগড়াছড়ির অনেক দুর্গম এলাকা রয়েছে যেখানে হাম রোগসহ অন্যান্য রোগে আক্রান্ত। আর সেই কষ্টের মাঝে বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। সে সব এলাকায় বিশুদ্ধ পানি নিশ্চিত করতে জেলা পরিষদ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অতিদ্রুত ঐসব এলাকায় বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করব। পর্যায়ক্রমে বিশুদ্ধ পানির সংকট রয়েছে এমন পুরো জেলায় এ টিউবওয়েল স্থাপনের কাজ সম্পন্ন করা হবে। বিশুদ্ধ পানির সংকট মেটাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এ সময় ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিজয় ত্রিপুরা, সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক যদুনাথ ত্রিপুরা, সদস্য হেলিন ত্রিপুরা, খাগড়াছড়ি সদর শাখার সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক খলেন জ্যোতি ত্রিপুরা ও সদর কলেজ শাখার সভাপতি টিটু ত্রিপুরাসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯২সালে ৩০শে ডিসেম্বর প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে ত্রিপুরা ছাত্র সমাজের শিক্ষা সংস্কৃতি ও সমাজ উন্নয়ন বিষয়কসহ রাষ্ট্রীয় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদন করে আসছে ‘ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম।
