মাটিরাঙ্গায় শতাধিক পাহাড়ী-বাঙ্গালীদের ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ত্রাণ সহায়তা প্রদান - Southeast Asia Journal

মাটিরাঙ্গায় শতাধিক পাহাড়ী-বাঙ্গালীদের ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ত্রাণ সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে ভীতি ও অনিশ্চয়তা। তাছাড়া করোনা (কোভিড-১৯) প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন, বর্তমানে মানুষের মাঝে আতংক বিরাজ করছে। এরই মধ্যে বাংলাদেশেও প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিভিন্ন জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করছেন প্রশাসন ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। পার্বত্য চট্টগ্রামেও করোনা মোকাবেলায় সরকারী ছুটির পাশাপাশি এক প্রকার অঘোষিত লকডাউন চলছে। এরই মধ্যে প্রতিটি উপজেলায় পৌঁছে গেছে সরকারী ত্রাণ। সামাজিক দূরত্ব নিশ্চিতে চলছে সরকারী-বেসরকারী প্রচারণা। পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবেলায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) পক্ষ হতেও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, জীবানুনাশক স্প্রেসহ প্রচার-প্রচারণায় নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় সকাল (১৭ এপ্রিল) থেকেই সংগঠনটির নিজস্ব অর্থায়নে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সংগঠনটির মাটিরাঙ্গা উপজেলা সভাপতি সুলেন চাকমার নেতৃত্বে উপজেলার ১নং তাইন্দং ইউনিয়নের বগাপাড়া, শ্বর্বস্বর পাড়া, মনিদাশ পাড়া, আচালংমগ পাড়ায় শতাধিক পাহাড়ী-বাঙ্গালি গরীব, অসহায় ও করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া করোনা পরিস্থিতিতে সংগঠনের পক্ষ হতে কর্মহীন হয়ে পড়া পাহাড়ের সাধারণ ও দুঃস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে উল্লেখ করে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র কেন্দ্রীয় সভাপতি শ্যামল চাকমা তরু বলেছেন, তাদের লক্ষ্য, যেসব এলাকায় সরকারী বা বেসরকারী কোন ত্রাণ এখনো পৌঁছায়নি, সেসব এলাকায় দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করছেন তারা। পাশাপাশি করোনা সংকট উত্তোরণ না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম জুড়ে জীবানুনাশক স্প্রে, প্রচার পত্র বিলি, মাস্ক বিতরণ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ বাড়ি বাড়ি ত্রাণ বিতরণ করবে সংগঠনটি। এছাড়া করোনা পরিস্থিতিতে পাহাড়ের অবহেলিত ও কর্মহীনদের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের প্রতিও অনুরোধ জানান আঞ্চলিক সংগঠনের এই নেতা।