করোনা পজিটিভ রোগী নেই রাঙামাটি-খাগড়াছড়িতে - Southeast Asia Journal

করোনা পজিটিভ রোগী নেই রাঙামাটি-খাগড়াছড়িতে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস এখনো পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে কোন পজিটিভ রোগী পাওয়া যায়নি। এদুই জেলাসহ করোনামুক্ত রয়েছে দেশের ১২জেলা। এখন পর্যন্ত করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে বাংলাদেশের ৫২টি জেলায়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)’র কাছ থেকে ১৯ এপ্রিল রবিবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ১২ জেলায় এখনো করোনা সংক্রমণ হয়নি বলে জানা গেছে।

জেলায় বসবাসকারি বাসিন্দাদের করোনা শনাক্ত হয়নি এমন ১২টি জেলা হচ্ছে- খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, নওঁগা, নাটোর, ভোলা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ, জয়পুরহাট।

তবে রাঙামাটিতে সরাসরি করোনা আক্রান্ত কোন রোগী পাওয়া না গেলেও রাঙামাটিতে বাড়ি, কিন্তু এমন করোনা আক্রান্ত হয়েছেন তিনজন দেশের বিভিন্ন জায়গায়। এদের মধ্যে হবিগঞ্জে যাওয়া এক ট্রাক চালক, নারায়ানগঞ্জে কর্মরত এক স্বাস্থ্যকর্মী এবং ভৈরবে কর্মরত এসি ল্যান্ড। এদের তিনজনের বাড়িই যথাক্রমে রাঙামাটির লংগদু, বেতবুনিয়া এবং জেলা শহরে।

অন্যদিকে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও এখনো কোন করোনারোগী সনাক্ত হয়নি। তবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নারায়নগঞ্জ থেকে তাবলীগ ফেরত একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।