বাঘাইছড়ি উপজেলা প্রশাসনকে আশিকা উন্নয়ন সংস্থার বিভিন্ন সরঞ্জাম প্রদান - Southeast Asia Journal

বাঘাইছড়ি উপজেলা প্রশাসনকে আশিকা উন্নয়ন সংস্থার বিভিন্ন সরঞ্জাম প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে ও অসহায়, কর্মহীনদের জন্য রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের কাছে অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজারসহ বিভিন্ন সামগ্রী বিতরন করেছে বেসরকারী এনজিও আশিকা উন্নয়ন সংস্থা।

১৯ এপ্রিল রবিবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতুর কাছে এসব স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেন ‘আশিকা উন্নয়ন সংস্থার রাঙ্গামাটি জেলা সমন্বয়ক বিমল চাকমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এসময় উপজেলার ৭০ পরিবারের জন্য ডেটল সাবান, বালতি, টিস্যু, মাস্ক, মগ, হুইল পাউডার, বিভিন্ন সচেতনতা মূলক ব্যানার, ফেস্টুন তুলে দেয়া হয় উপজেলা প্রশাসনের হাতে। এছাড়াও বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আহম্মেদের কাছে ১টি অক্সিজেন সিলিন্ডার এবং ১টি নেবুলাইজার প্যাকেট প্রদান করা হয় সংস্থাটির পক্ষ হতে। পরে আশিকার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আগত রোগীদের হাত ধোয়ার জন্য ২ টি বেসিন স্থাপন করা হয়।

এর আগে, সাজেকের দুর্গম অঞ্চলে হামে আক্রন্ত পরিবারের মধ্যে ৪ হাজার প্যাকেট পুষ্টিকর বিস্কুট, প্রতিজন ১ হাজার টাকা করে ২ শত পরিবারের মাঝে নগদ ২লক্ষ টাকা আর্থিক সহযোগীতাও করে আশিকা উন্নয়ন সংস্থা।