বাঘাইছড়িতে বৌদ্ধ বিহারের দানবাক্স চুরি করতে গিয়ে চাকমা যুবক আটক
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে রাতের আঁধারে বাঘাইছড়ি আর্যপুর বনবিহারের দানবাক্সের টাকা চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে এক চাকমা যুবক আটকের খবর পাওয়া গেছে। আটকের পর গণধোলাইয়েরও শিকার হয়েছে রিপন চাকমা (২৪) নামে ঐ যুবক। আটককৃত রিপন চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার মেরুং এলাকার রবিন চাকমার ছেলে বলে জানিয়েছে স্থানীয় এক ইউপি সদস্য।
গত ২১ এপ্রিল মঙ্গলবার রাত ১১টায় বাঘাইছড়ি উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের সর্ববৃহৎ বিহার আর্যপুরের দানবাক্সে রক্ষিত টাকা চুরি করতে গেলে বিহারের ভান্তেদের নজরে আসলে এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয়। সে উপজেলা সিজক বটতলা এলাকায় ননাক্কো চাকমার বাড়িতে রাখালের কাজ করতো। আটকের পর বিহারে থাকা বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন তাকে গণধোলাই দিয়ে স্থানীয় ইউপি সদস্যের নিকট হস্তান্তর করে বলে জানা যায়।
স্থানীয় এক ইউপি সদস্য জানিয়েছেন, আটককৃত যুবককে স্থানীয়ভাবে বিচার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।